বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। শুধু বিয়েটাই বাকি। বিয়ের মঞ্চে উপস্থিত হওয়ার আগে নববধূ যাচ্ছিলেন মেকাপ করতে। তবে ওই সময় বড় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। শরীরে ব্যাপক আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয় তাকে। এতে করে বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে সবাইকে অবাক করে দিয়ে ওই নারীর হবু স্বামী হাসপাতালে গিয়েই বিয়ে করেন।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভারতের কেরালায় ঘটে এ ঘটনা। রাজ্যের থাম্বলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও; সেই বিয়ে হয় হাসপাতালে।

সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানিয়েছে, নববধূ কুমারাকুমে তার বিয়ের মেকাপ নিতে যাচ্ছিলেন। তখন তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাকে দ্রুত লেক সোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত বড় হওয়ায় তাকে জরুরি চিকিৎসা দিতে হয়।

যেহেতু আগে থেকেই বিয়ের তারিখ নির্ধারণ ছিল আবার নববধূ দুর্ঘটনায় আহত হয়েছে। তাই হবুস্বামী নববধূর সম্মানে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসক, নার্স এবং পরিবারের কাছের লোকদের সামনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

হাসপাতালে বিয়ে হলেও দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নববধূ যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন সম্পূর্ণ ঐতিহ্য অনুযায়ী আবারও বিয়ের আয়োজন করা হবে।

এমটিআই