ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির চেষ্টা
পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। পুতিনের দপ্তর ক্রেমলিন বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মস্কো সফর করবেন উইটকোফ।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উষাকোভ রাশিয়ান টিভিকে বলেছেন, “আগামী সপ্তাহে উইটকোফের মস্কো সফর নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছি আমরা। ট্রাম্প প্রশাসনের আরও অনেক কর্মকর্তা তার সঙ্গে এ সফরে থাকবেন।”
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন
বিজ্ঞাপন
রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।
ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।”
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে গতকাল জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা।
মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।”
সূত্র: এএফপি
এমটিআই