যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি দেশ। গত জুনে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন পর্যন্ত মোট ১৯টি দেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। এ সংখ্যা ৩০ পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজের অনুষ্ঠানে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে ৩২ দেশে পৌঁছাবে কি না।

জবাবে নোয়েম বলেন, “আমি সংখ্যাটি নির্দিষ্ট করে বলব না। কিন্তু এটি ৩০টির বেশি হবে। কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সে ব্যাপারে ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”

তিনি আরও বলেন, “যদি স্থিতিশীল সরকার না থাকে, যদি এমন দেশ যারা নিজেরা টিকে থাকতে পারে না। যদি ওই দেশের সরকার বলতেই না পারে, তাদের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে আসবেন, তারা কেমন। তাহলে আমরা কেন সেসব দেশের নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমোদন দেব?”

এদিকে বার্তাসংস্থা রয়টার্স এরআগে জানিয়েছিল সবমিলিয়ে ৩৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে পারে মার্কিন সরকার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যেসব দেশ—

  • আফগানিস্তান
  • মিয়ানমার
  • ইরান
  • লিবিয়া
  • সোমালিয়া
  • সুদান
  • ইয়েমেন
  • হাইতি
  • ইরিত্রিয়া
  • কঙ্গো রিপাবলিক
  • চাদ
  • গিনি
  • বুরুন্ডি
  • কিউবা
  • লাওস
  • সিয়েরা লিওন
  • টোগো
  • তুর্কমেনিস্তান
  • ভেনেজুয়েলা

সূত্র: রয়টার্স

এমটিআই