এক যুগ পর ভিসা ফি বাড়াল মিসর
বিশ্বের অন্যতম পর্যটনরাষ্ট্র মিসর প্রায় এক যুগ পর প্রবেশ বা এন্টি ভিসা ফি ২০ ডলার বৃদ্ধি করেছে। এখন থেকে এন্ট্রি ভিসার ফি বাবদ আবেদনকারীকে ২৫ ডলারের পরিবর্তে ৪৫ ডলার গুণতে হব।
গত সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ এল সিসি। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি প্রকাশও করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ২০১৪ সালের মে মাসে ভিসা ফি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করেছিল মিসর। তারপর দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে আর ফি বাড়ায়নি দেশটি।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর নাম উল্লেখ করা হলে প্রথমেই আসে মিসরের নাম। ফারাওদের পিরামিড এবং বিভিন্ন প্রাচীন ভাস্কর্য ও স্থাপনা দেখতে প্রতি বছর মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসেন মিসরে।
বিজ্ঞাপন
সম্প্রতি দেশটি ব্যাপক মূল্যস্ফীতিতে ভুগছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভিসা ফি বাড়ানোর পদক্ষেফ নিয়েছে দেশটির সরকার।
সূত্র : গালফ নিউজ
এসএমডব্লিউ