ভারতীয়দের বার্তা দিলো মার্কিন দূতাবাস
সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন
কোনো ভারতীয় যদি সন্তানের জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দর্শনার্থী বা ভ্রমণ (ভিজিট) ভিসার আবেদন করেন, তাহলে সেই আবেদন বাতিল বলে বিবেচনা করা হবে। ভারতের মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “কোনো আবেদনকারীর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের যদি বিশ্বাস জন্মায় যে ওই আবেদনকারী সন্তানের জন্ম দেওয়ার জন্য ভিজিট ভিসার আবেদন করেছেন, তাহলে সেই আবেদন বাতিল বলে গন্য করা হবে।”
বিজ্ঞাপন
— U.S. Embassy India (@USAndIndia) December 11, 2025
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ ধারা অনুসারে, কোনো শিশু যদি দেশটির ভূখণ্ড, জলসীমা কিংবা আকাশসীমায় জন্ম নেয়, তাহলে ওই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে।
২০২৪ সালের নির্বাচনে জয়ের পর ২০ জানুয়ারি শপথগ্রহণের মাধ্যমে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরই অবৈধ অভিবাসন সংক্রান্ত একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এসবের মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির ধারা বাতিল বিষয়ক একটি আদেশও ছিল।
বিজ্ঞাপন
ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করতে সম্মতি জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট যদি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সিলমোহর দেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত ১২৫ বছরের নিয়ম বদলে যাবে। অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প এই বদলই আনতে চান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারবে না।”
মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে, সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিলেও ইতিমধ্যেই যারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন—তাদের কোনও সমস্যা হবে না।