জেন-জি আন্দোলনে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দলের ডাকে দেশটিতে হাজার হাজারের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিমালয় কন্যা খ্যাত দেশটিতে তিন মাস আগে ক্ষমতা ছাড়ার পর অলির দলের সবচেয়ে বড় এই রাজনৈতিক শনিবার অনুষ্ঠিত হয়েছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে আয়োজিত ওই সমাবেশে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন। কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট- ইউএমএল) তিন দিনব্যাপী রাজনৈতিক সম্মেলন আয়োজন করেছে।

সম্মেলনের উদ্বোধনী দিনে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। আয়োজকেরা এর আগে সমাবেশে তিন লাখ মানুষ অংশ নেবে বলে জানিয়েছিলেন। নেপালের রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর রাজধানীতে কোনও দলের সমর্থকদের সবচেয়ে বড় সমাবেশ এটি।

গত সেপ্টেম্বরে ‘জেন-জি’ বিক্ষোভ ও পরবর্তীতে ছড়িয়ে পড়া সহিংসতা অন্তত ৭৭ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হন। ওই সময় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও সংসদ ভবনে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। পরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও তার দলের জ্যেষ্ঠ কয়েকজন রাজনীতিককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অলি নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সংসদ ভেঙে দেয়। সরকারবিরোধী ওই আন্দোলনে ৪২ বিলিয়ন ডলারের নেপালের অর্থনীতিতে ৫৮৬ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে জানায় অন্তর্বর্তী সরকার।

ইউএমএলের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় র্নির্বাচন করতে চান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি। শনিবারের সমাবেশে তিনি বলেছেন, সংসদ ভেঙে দেওয়া অসাংবিধানিক। সংসদ পুনর্বহালের দাবিতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইউএমএল।

অলি বলেন, জেন-জি তরুণদের বিরোধী হিসেবে আমাদের তুলে ধরা হচ্ছে। কিন্তু এটি সত্য নয়। ইউএমএলের মহাসচিব শংকর পোখরেল সমাবেশে বলেন, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলেও আমরা এখনো মানুষের হৃদয়ে বাস করি। তিনি বলেন, এত মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

সোমবার দলটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে ইউএমএলের দুই হাজারের বেশি প্রতিনিধি ভোট দেবেন। দলীয় সর্বোচ্চ পদে অলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউএমএলের উপ-প্রধান ঈশ্বর পোখরেল।

দলের প্রেসিডেন্ট পদে বিজয়ী প্রার্থী আগামী ৫ মার্চ অনুষ্ঠেয় নতুন সংসদ নির্বাচনে নেপালের সবচেয়ে বড় কমিউনিস্ট দলটির নেতৃত্ব দেবেন।

সূত্র: রয়টার্স।

এসএস