ইরানের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা ইব্রাহিম রাইসির
ইরানের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি ও করোনা মহামারি মোকাবিলা করা তার সরকারের প্রথম অগ্রাধিকার-ভিত্তিক কাজ হবে বলেও জানিয়েছেন তিনি।
সপ্তাহখানেক আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২৫ জুন) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রথম সাক্ষাৎকারে রাইসি একথা বলেন। আগামী আগস্ট মাসের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারি থেকে জনগণকে মুক্তি দেওয়াই হবে তার প্রশাসনের প্রগ্রাধিকার-ভিত্তিক কাজ। বিষয়টি নিয়ে তিনি সারাক্ষণ ভাবছেন। এছাড়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল নাগরিকের জন্য গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নেও জোর দেওয়ার আশ্বাস দেন তিনি।
ইব্রাহিম রাইসি আরও বলেন, রাতারাতি এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় তবে যত দ্রুত সম্ভব তিনি কাজ শুরু করতে চান। একইসঙ্গে দেশে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ঐক্য ও সংহতিকে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন কট্টরপন্থি নেতা ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক এই নেতা আগামী ৩ আগস্ট বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
নির্বাচনে ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি মোট ২ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।
টিএম