পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, আফগানিস্তানকে হয় পাকিস্তান নয়ত খারেজি, যে কোনো একটিকেক বেছে নিতে হবে। তারা দুটির সঙ্গেই সম্পর্ক রাখতে পারবে না।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ রোববার (২১ ডিসেম্বর) জানিয়েছে, সেনাপ্রধান মুনির জাতীয় ওলামা এবং মাশায়েখ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি বলেন, যেসব সন্ত্রাসী বা ফিতনা আল খারেজি পাকিস্তানে হামলা চালাচ্ছে তার ৭০ শতাংশই আফগানিস্তান থেকে আসছে।

আফগান তালেবানের সহায়তায় এসব সন্ত্রাসী শিশু-নারীসহ পাকিস্তানের নির্দোষ বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের কোনো ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারও জিহাদের ডাক দেওয়ার অধিকার নেই।

মহান আল্লাহ পাকিস্তানকে ইসলামের পবিত্রতমস্থানগুলোর অভিবাকত্ব দান করেছে বলেও মন্তব্য করেন তিনি। অসীম মুনির বলেন, মদিনা (সৌদি আরব) ও পাকিস্তানের মধ্যে গভীর সামঞ্জস্য রয়েছে।

দুটি রাষ্ট্রই কালিমার ওপর ভিত্তিকে করে পবিত্র রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে বলেও ওলামা ও মাশায়েখ সম্মেলনে জানান পাকিস্তানের সেনাপ্রধান।

অপরদিকে গত মে মাসে ভারতের বিরুদ্ধে চালানো অপরারেশন বুনইয়ান-উল-মারসুসের সময় আল্লাহর সাহায্য দেখতে পেয়েছেন তারা।

সূত্র: এআরওয়াই নিউজ

এমটিআই