তাইওয়ানে প্রথমবারের মতো ডেল্টার স্থানীয় সংক্রমণ শনাক্ত
তাইওয়ানে প্রথমবারের মতো করোনাভাইরাসের অতি-সংক্রামক ডেল্টা প্রজাতির স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার স্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানে করোনা বিধি-নিষেধ জোরদার করা হয়েছে।
স্থানীয় ক্লাস্টারের সংক্রমণের বিরুদ্ধে রীতিমতো লড়াই করছে তাইওয়ান; যার প্রায় সবগুলোই অতীতে বিশ্বজুড়ে সংক্রমণের তাণ্ডব চালিয়েছে। এর মধ্যে করোনার আলফা প্রজাতির সংক্রমণ সবচেয়ে বেশি ছিল; যদিও করোনার এই প্রজাতির প্রাদুর্ভাব তাইওয়ানে তুলনামূলক ছোট ছিল।
বিজ্ঞাপন
তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং বলেছেন, পিংটুং কাউন্টিতে করোনার ডেল্টা প্রজাতিতে ছয়জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে দু’জন চলতি মাসে পেরু থেকে ফিরেছিলেন। এই দু’জনের মাধ্যমে ডেল্টা সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেছেন, ওই ছয়জনের মধ্যে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
চেন বলেছেন, ডেল্টা শনাক্ত হওয়া এলাকায় সরকার গণহারে করোনা পরীক্ষা শুরু করেছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সন্দেহভাজন সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এছাড়া ওই এলাকার সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং বন্য প্রাণীর বাজার আগামী তিনদিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, এটি এখন কমিউনিটিতে ঢুকে পড়েছে এবং আমরা এর লাগাম টানতে নিবিড়ভাবে কাজ করছি। এর আগে স্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডে করোনার ডেল্টা ধরন পাঁচজনের শরীরে শনাক্ত হয়েছিল; যাদের সবাই বিদেশ ফেরত ছিলেন।
ভারতে প্রথম রূপ বদলে ফেলা এই ধরনের লাগাম টানতে রোববার থেকে সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্রিটেনসহ বিশ্বের পাঁচটি দেশ থেকে আসা যাত্রীদের সরকারি কোয়ারেন্টান স্থাপনায় রাখার ঘোষণা দিয়েছে তাইওয়ান।
তবে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় তাইওয়ানে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ধারাবাহিকভাবে উন্নতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তা আগের দিনের তুলনায় সামান্য বেশি; ওইদিন ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারপরও তাইওয়ানে জনসমাবেশ এবং উন্মুক্ত স্থানে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এখনও কার্যকর আছে।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে ১৪ হাজার ৫৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬২৩ জন।
এসএস