সাত শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে

ভারতের মহারাষ্ট্রের বান্দারা জেলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে হাসপাতালটির সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসসসিসি) চিকিৎসাধীন ১০ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বান্দারার সিভিল সার্জন প্রমোদ খানদাতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, ঘটনাস্থল থেকে সাত শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা পিটিআই জানায়, নিহত ও জীবিত উদ্ধার হওয়া শিশুদের বয়স এক থেকে তিন মাস।   

বান্দারার সিভিল সার্জন প্রমোদ খানদাতে জানান, স্থানীয় সময় শুক্রবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের শিশু বিভাগের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লেগে যায়। সেখানে ১৭ শিশুর চিকিৎসা চলছিল। রাতে দায়িত্বরত একজন নার্স সর্বপ্রথম ওই ইউনিটের দরজা খুলে প্রচন্ড ধোঁয়া দেখতে পান। তিনি দ্রুত হাসপাতালের কর্মীদের জানান। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে হাসপাতালের কর্মীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। শেষপর্যন্ত ১০ শিশুকে মৃত ও সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।  

এসআরএস