ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সীমান্তে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের ‘দুর্ঘটনাবশত গুলিতেই (অ্যাক্সিডেন্টাল ফায়ার) গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ধর্মনগরের মহেশপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই জওয়ান আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং মহেশপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

ত্রিপুরার সংবাদমাধ্যম ত্রিপুরা টাইমস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সীমান্তে টহলরত অবস্থায় ছিলেন বিপিন কুমার। রাত আনুমানিক সাড়ে ১২টা নাগাদ তার নিজের অস্ত্র থেকেই অসাবধানতাবশত গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। বিএসএফ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা বা ‘সেলফ ইনফ্লিকটেড’ ইনজুরি।

ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে আগরতলার জিবি পান্ত (GB Pant) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সীমান্তের অপর প্রান্তের একটি সূত্র এবং স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সীমান্ত পিলার ১৮১৮/১৯ এস-এর কাছে, যা ভারতের অভ্যন্তরে প্রায় ৮০০ গজ ভেতরে মহেশপুর বাজার এলাকায় অবস্থিত। এই স্থানটি বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির বিপরীত দিকে।

সূত্রের দাবি, সোমবার রাতে মহেশপুর বাজারের একটি মদের দোকানে দুইজন বিএসএফ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ বিপিন কুমারের বাম কাঁধে (শোল্ডারে) দুটি গুলি লাগে। তবে বিএসএফ বা স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই বাদানুবাদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। পুলিশ জানিয়েছে, “অস্ত্রটি দুর্ঘটনাবশত ফায়ার হওয়ায় এই ঘটনা ঘটেছে।”

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগরতলায় চিকিৎসাধীন বিএসএফ সদস্য বিপিন কুমার বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। ঘটনাটি নিয়ে বাহিনীর অভ্যন্তরে তদন্ত চলছে।

সূত্র : ত্রিপুরা টাইমস

এসএমডব্লিউ