নাইজেরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত
নাইজেরিয়ায় মাগরিবের নামাজের সময় মসজিদের ভেতর বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন।
বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন।
যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু নাইজেরিয়ায় যেসব আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, সেগুলোর বেশিরভাগই বোকো হারাম করে থাকে।
সূত্র: আলজাজিরা
এমটিআই