দাবি করল থাইল্যান্ড
বিষ্ণু মূর্তি ভাঙা হয়েছে নিরাপত্তার জন্য, হিন্দু বিশ্বাসে আঘাত করতে নয়
কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে বিষ্ণু দেবের একটি মূর্তি ভেঙে ফেলেছে থাইল্যান্ডের সেনারা। তাদের এমন কাজে নিন্দা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, মূর্তি ভাঙায় এটি হিন্দুদের বিশ্বাসে আঘাত করেছে। ফলে এমন কিছু কখনো হওয়া উচিত নয়।
জানা গেছে, প্রিয়াহ বিহেই নামে কম্বোডিয়ার ওই প্রদেশের আন সিস এলাকায় ২০১৪ সালে বিষ্ণুর একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়। কিন্তু গত সোমবার থাই সেনারা এটি ভেঙে ফেলেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
এমন সমালোচনার মুখে থাইল্যান্ড বলেছে, মূর্তিটি ভাঙা হয়েছে নিরাপত্তার কারণে। তারা দাবি করেছে, কম্বোডিয়ার ওই অঞ্চলটি আসলে তাদের। এটি পুনরুদ্ধার করা হয়েছে। আর নিরাপত্তার জন্য সেখানে থাকা মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে।
দেশটি এক বিবৃতিতে বলেছে, "এই কাজের লক্ষ্য ধর্ম বা বিশ্বাসে আঘাত করা কিংবা কোনো পবিত্র বিষয়কে অসম্মান করা ছিল না। থাই কর্তৃপক্ষ যখন তাদের নিজস্ব ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পায়, তখন কেবল এলাকার নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার খাতিরেই এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল।"
বিজ্ঞাপন
কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বিষ্ণুর ওই মূর্তিতে বৌদ্ধ ও হিন্দু উভয়ই পূজা করত এবং সেটি ছিল একটি ধর্মীয় স্থান। কিন্তু থাইল্যান্ড এটি অস্বীকার করেছে। তারা বলেছে, সেখানে শুধুমাত্র মূর্তিটিই ছিল। সেখানে কোনো ধরনের ধর্মীয় কাযক্রম চলত না।
ডিসেম্বরের শুরু থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া একেঅপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত ও কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমটিআই