বেলুচিস্তানে পাকিস্তানের সেনা অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত
বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। সেনারা জানতে পারেন সেখানে ভারতের মদদপুষ্ট ফিতনা-ই-হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে। অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ওই স্থানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানিয়েছে আইএসপিআর। আরও সন্ত্রাসী থাকতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা।
বিজ্ঞাপন
এরআগে বৃহস্পতিবার দেশটির আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কালাতা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ওই সময় সেখানে থাকা ‘ভারতের মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের’ সন্ত্রাসীরা অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। সেখানে আট সন্ত্রাসী নিহত হয়।
অপর আলাদা এক অভিযানে দেরা ইসমাইল বিভাগের কুলাচিতে দুই সন্ত্রাসী নিহত হয়। এরমধ্যে দলনেতা দিলাওয়ারও আছেন। সেখানেও গোয়েন্দারা সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানায় বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
তারা জানায়, সন্ত্রাসী দলনেতা দিলাওয়ার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার মাথার জন্য ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেখানেও বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভারত মদদ দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। এ কারণে এসব সন্ত্রাসীদের ফিতনা আল হিন্দুস্তান বা ভারতের বিশৃঙ্খলকারী হিসেবে অভিহিত করে দেশটি।
সূত্র: দ্য ন্যাশনাল
এমটিআই