করোনা হওয়ার পর দুই ডোজ টিকা, তারপরও ডেল্টা প্লাসে আক্রান্ত
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব এখনও শেষ হয়নি। মৃত্যুর ঢেউ থামানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু এরই মধ্যে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা প্লাস।
আর রাজস্থানে দুই ডোজ টিকা নেওয়া ৬৫ বছর এক নারীর দেহে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া যাওয়ার পর তা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। দুই ডোজ টিকা নেওয়ার আগে মে মাসে তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।
বিজ্ঞাপন
এতদিন গবেষকরা বলেছিলেন টিকা করোনার নতুন স্ট্রেন ডেল্টা প্লাসের ওপর কার্যকরী। তারপরও রাজস্থানের এই নারীর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে, এ ধরনটির ওপর আসলে কতটা কার্যকরী করোনার টিকা।
ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর কথা জানা গেছে। তবে এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪৮ পেরিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনার এই নতুন ধরনটি দ্রুত গতিতে ছড়াচ্ছে; যা ঘিরে বাড়ছে উদ্বেগ।
বিজ্ঞাপন
ইতোমধ্যেই ১১ রাজ্যে করোনার নতুন এ ধরনের খোঁজ মিলেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে খবর,সবচেয়ে বেশি ডেল্টা প্লাস আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে।
মহারাষ্ট্রে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমরা এ নিয়ে বিশদ তথ্য সংগ্রহ করেছি। কোথায় আক্রান্তরা ভ্যাকসিন নিয়েছেন, বাইরে কোথাও গিয়েছিলেন কিনা এ নিয়ে তথ্য নেওয়া হয়েছে।
এনএফ