ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
মরু আবহাওয়ার দেশ ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ এরবিলের সোরান জেলায় ভারী তুষারপাতের জেরে আটকা পড়েছেন ১৭ জন। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এরবিল শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
সোরান জেলার সিদেকান সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। এই সীমান্তের একদিকে ইরান এবং অপর দিকে তুরস্ক। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সোরান শাখার পরিচালক কারওয়ান মিরাওদেলি সাংবাদিকদের জানিয়েছেন, আটকা পড়া ১৭ জনের মধ্যে ৮ জনের পরিচয় তারা উদ্ধার করতে পেরেছেন। এই আটজন সীমান্ত এলাকায় মেষ চরাতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
বাকি ১১ জনের নাম-পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তারা পর্যটক বলে জানা গেছে।
আটকা পড়াদের উদ্ধার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৬টি টিম কাজ করছে বলেও জানিয়েছেন কারওয়ান মিরাওদেলি।
বিজ্ঞাপন
সমুদ্র থেকে দূরবর্তী ও পার্বত্য অঞ্চল হওয়ায় শীতকালে এরবিলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়। কারওয়ান জানান, তুষারপাতের কারণে সোরান শহরে বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গেছে।
এরবিলের অবস্থান ইরাক, ইরান ও তুরস্কের মধ্যে বিস্তৃত কুর্দিস্তান অঞ্চলে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে কুর্দিস্তান অঞ্চলের শীতকাল দীর্ঘ ও তীব্র হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ