জাপানে পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর দাবিতে সোচ্চার প্রধানমন্ত্রী
জাপানের পার্লামেন্ট ভবনে নারীদের জন্য শৌচাগার বাড়ানোর দাবিতে স্পিকার বরাবর পিটিশন জমা দিয়েছেন ৯০ জন নারী আইনপ্রণেতা। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সেই পিটিশনে স্বাক্ষর করেছেন।
জাপানের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৪৬৫টি এবং বর্তমানে নারী এমপি আছেন ৭৩ জন। ইয়াসুকো কোমিয়ামা নামের এক বিরোধী দলীয় এমপি বিবিসিকে বলেছেন, “পার্লামেন্টে অধিবেশন শুরুর আগে নারীদের বিশ্রামকক্ষের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। একজন এমপি আমাকে বলেছেন, এই লাইনের দাঁড়ানোজনিত বিরক্তির কারণে তিনি অধিবেশন শুরুর আগে শৌচাগারে যাওয়া ছেড়ে দিয়েছেন।”
বিজ্ঞাপন
পার্লামেন্টের প্ল্যানারি চেম্বারের কাছে নারীদের জন্য একটি শৌচাগার আছে। এর ভেতরে শৌচাগার হিসেবে ব্যবহারের জন্য আলাদা দুটি কক্ষ আছে। আর পুরো পার্লামেন্ট ভবনে নারীদের জন্য আছে মোট ৯টি শৌচাগার। এগুলোয় ব্যবহারের জন্য কক্ষ আছে ২২টি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের পার্লামেন্ট ভবনে পুরুষদের জন্য শৌচাগার আছে ১২টি। এর মধ্যে ব্যবহার করার মতো ৬৭টি কক্ষ ও ইউরিনাল আছে।
বিজ্ঞাপন
বিবিসিকে কোমিয়ামা বলেন, “বিশেষ করে বর্তমানের পরিস্থিতি নারী এমপিদের জন্য খুবই অসুবিধা জনক। কারণ পার্লামেন্টের নারী কর্মকর্তা-কর্মী এবং নারী দর্শনার্থীরাও এমপিদের শৌচাগার ব্যবহার করেন।”
১৯৪৬ সালে নারীদের ভোটাধিকারের স্বীকৃতি দেয় জাপান। তারও দশ বছর আগে, ১৯৩৬ সালে তৈরি করা হয়েছে দেশটির পার্লামেন্ট ভবন।
জাপানের পার্লামেন্ট ভবনটি একটি বড় আকারের তিনতলা ভবন। এর কেন্দ্রীয় অংশটি নয়তলার সমান উঁচু। ১৩ হাজার ৩৫৬ বর্গমিটার জায়গা নিয়ে ভবনটির অবস্থান, যা প্রায় দুটি ফুটবল মাঠের সমান।
জাপানে নারীদের শৌচাগারের অভাব শুধু পার্লামেন্ট ভবনে নয়, দেশজুড়েই দেখা যায়। দেশটিতে নারীদের জন্য নির্ধারিত পাবলিক টয়লেটের সামনেও প্রায়ই দেখা যায় দীর্ঘ লাইন।
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ