নিজ দেশ রক্ষায় দেশের সর্বত্র সেনাবাহিনীসহ সব সশস্ত্র বাহিনীকে মোতায়েন করছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ভেনেজুয়েলার ভেতরে থাকা বিদেশি সেনাদের প্রতিহত করা হবে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শনিবার রাতে সামরিক স্থাপনা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কত মানুষ নিহত ও আহত হয়েছেন সেটি নিরূপণের তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

এক ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেছেন, ভেনেজুয়েলায় সবচেয়ে খারাপ আগ্রাসন চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশনা অনুযায়ী সব সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হবে।

তিনি বলেছেন, “তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।”

শনিবার রাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি

এমটিআই