ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার দায়ে তার বিচার করা হবে।

তিনি জানিয়েছেন, নিউইয়র্কের দক্ষিণ ডিস্ট্রিক আদালতে ইতিমধ্যে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পাম বোন্ডি এক্সে বলেছেন, “মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম (ডিভাইস) রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।”

বোন্ডি আরও বলেছেন, “খুব শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রের মাটিতে, মার্কিন আদালতে আমেরিকান কঠোর বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।”

তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মাদুরোকে ধরে আনায় সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, “আমাদের সামরিক বাহিনীকে অসংখ্য ধন্যবাদ, যাদের বীরত্বপূর্ণ ও অত্যন্ত সফল অভিযানের ফলে আন্তর্জাতিক মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত এই দুজনকে আটক করা সম্ভব হয়েছে।”

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে মাদুরো আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করছেন। এরআগে ১৯৮৯ সালে পানামার প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই অভিযোগ এনে তাকে ধরে এনেছিল মার্কিন সেনারা।

আজ শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর তাদের দেশটি থেকে বের করে নিয়ে আসা হয়।

সূত্র: বিবিসি

এমটিআই