বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই এটি বাতিল করে দিয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত শনিবার (৩ জানুয়ারি) এ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সাবেক প্রেসিডেন্ট পল হেনরি সানদাওগো দামিবার অনুসারীরা এ পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে বুরকিনা ফাসোর স্থানীয় সংবাদমাধ্যম।

পরিকল্পনার ব্যাপারে জানতে পেরে ওইদিন রাতেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। যারমধ্যে দামিবার ঘনিষ্ট একজন রয়েছে। তাকে অভ্যুত্থান চেষ্টার মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করা হচ্ছে।

দামিবা ২০২২ সালে স্বল্প সময়ের জন্য বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন। তাকে বর্তমান প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিমের নেতৃত্বে ক্ষমতাচ্যুত করা হয়।

সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ সাউথ আফ্রিকা জানিয়েছে, সঠিক সময়ের গোয়েন্দা তথ্যের কারণে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।

অপর সংবাদমাধ্যম সি৩৬০ জানিয়েছে, অভ্যুত্থান পরিকল্পনাকারীদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় রয়েছে। তারা প্রথমে গুরুত্বপূর্ণ অবকাঠামো দখলের পরিকল্পনা করেছিল।

বুরকিনা ফাসোর সরকার দাবি করেছে, ওই মাস্টারমাইন্ডের মোবাইল ফোনে অভ্যুত্থান পরিকল্পনার অনেক প্রমাণ পাওয়া গেছে।

এদিকে অভ্যুত্থান চেষ্টার কথা জানার পর প্রেসিডেন্ট ইব্রাহিমের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। যা ৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে যেন কেউ উৎখাত করতে না পারে সেজন্য তারা আন্দোলন করেন।

সূত্র: নিউজ ঘানা

এমটিআই