স্মৃতিচারণ ট্রাম্পের
মোদি বলেছিলেন, ‘স্যার, আপনার সঙ্গে দেখা করতে পারি?’
ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ‘খুশি নন’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি স্মৃতিও স্মরণ করেছেন তিনি।
গতকাল রোববার ওয়াশিংটনে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে এক সভা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি নিজে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার কাছে এসে বলেছিলেন— স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? এবং আমি বলেছিলাম— হ্যাঁ।”
বিজ্ঞাপন
ট্রাম্প অবশ্য বলেননি যে কবে এবং কোথায় এই ঘটনা ঘটেছিল; তবে এই ঘটনাটি যে বেশিদিন আগের নয়, তা স্পষ্ট হয় ট্রাম্পের পরের কথায়। তিনি বলেন, “ভারত আমাদের কাছ থেকে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কিনতে চেয়েছিল। কিন্তু ৫ বছর পেরিয়ে যাওয়ার পরও হেলিকপ্টারের চালান সেখানে পৌঁছাচ্ছিল না। আমি প্রেসিডেন্ট হওয়ার পর সেই চালান পৌঁছানোর ব্যবস্থা করেছি।”
ট্রাম্প বলেন, “মোদি চমৎকার একজন মানুষ এবং তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। যদিও বর্তমানে তিনি আমার ওপর খুশি নন, কারণ আপনারা সবাই জানেন যে এখন তাদের অনেক উচ্চহারে শুল্ক দিতে হচ্ছে।”
বিজ্ঞাপন
“তাছাড়া এতদিন ভারত ও রাশিয়ার মধ্যে ব্যাপক আকারে তেল বাণিজ্য চলছিল। আমি আপত্তি জানানোর পর তাদের রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে ভারত।”
প্রসঙ্গত, এক সময় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। গত এপ্রিলে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প। তার চার মাস পর আগস্ট মাসে তা আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেন।
ট্রাম্প শুল্ক বাড়িয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে দফায় দফায় বৈঠকও হয়েছে; কিন্তু যুক্তরাষ্ট্র এখনও শুল্ক হ্রাস করেনি।
ট্রাম্পের দাবি, তার শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। তিনি বলেছেন, “যাই হোক, এই শুল্কের বদৌলতে আমরা আমরা ধনী হচ্ছি এবং আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আমার কাছে তথ্য আছে যে নতুন শুল্কনীতির ফলে আমাদের কোষাগারে ৬ হাজার ৫০০ কোটি ডলার যোগ হয়েছে।”
সূত্র : পিটিআই
এসএমডব্লিউ