ভারতের রাস্তায় দুর্ঘটনার হার এবং মৃত্যু কমাতে বড় ধরনের এক উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও বিনা মূল্যে চিকিৎসার জন্য বিশেষ ‘ক্যাশলেস’ বা নগদহীন চিকিৎসা প্রকল্প চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই ঘোষণা দিয়েছেন।

জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দুর্ঘটনার শিকার ব্যক্তির নিজস্ব বা গাড়ির বিমা (ইন্স্যুরেন্স) না থাকলেও তিনি সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন। দুর্ঘটনার ঠিক পরের এক ঘণ্টা বা ‘গোল্ডেন আওয়ার’-এর গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে চিকিৎসা শুরু করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় একজন আহত ব্যক্তি সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা পাবেন। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের তালিকাভুক্ত সব হাসপাতালে দুর্ঘটনার দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

মন্ত্রী নীতিন গড়করি জানান, তৃতীয় পক্ষের বিমা প্রিমিয়ামের ১ শতাংশ একটি সাধারণ তহবিলে জমা করা হবে। সেই তহবিল থেকেই আহতদের চিকিৎসার খরচ মেটানো হবে। এ ছাড়া, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া ব্যক্তিদের (গুড সামারিটান) পুরস্কারের অর্থ বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

এমজে