শিশুদের জন্য টিকা তৈরি করেও তার ট্রায়ালের অনুমতি পেল না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ভারতীয় সংস্করণের প্রস্তুতকারক ভারতের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

ভারতে তিনটি টিকা দেওয়া হচ্ছে। প্রথমটি ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। দ্বিতীয়টি সেরাম ইনস্টিটিউটের টিকা অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং তৃতীয়টি রাশিয়ার স্পুটনিক। এছাড়াও দুইটি টিকা রয়েছে ছাড়পত্রের অপেক্ষায়।

সেরামেরই তৈরি কোভোভ্যাক্স এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি। সেরাম জানিয়েছিল যে, সেপ্টেম্বরের মধ্যে বড়দের ব্যবহারের জন্য কোভোভ্যাক্স বাজারে চলে আসবে। জাইডাসের টিকা তারও আগে বাজারে চলে আসার কথা ছিল।

কিন্তু বৃহস্পতিবার ভারতের কেন্দ্র সরকারের কাছে বড়সড় ধাক্কা খেল সেরাম। দুই থেকে ১১ বছরের ৪৬০ জন এবং ১১ থেকে ১৭ বছরের ৪৬০ জনের ওপর পরীক্ষামূলকভাবে কোভোভ্যাক্সের ট্রায়াল চালাতে চেয়েছিল সেরাম। কেন্দ্র সেই অনুমতি দেয়নি।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এখন পর্যন্ত কোভোভ্যাক্স কোনো দেশে ছাড়পত্র পায়নি। এই টিকা আদৌ আন্তর্জাতিক বাজারে ছাড়পত্র পাবে কি না তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে টিকাটি শিশুদের ওপর পরীক্ষা করা যাবে না।

সেরামের ট্রায়ালের আবেদন নাকচ করে কেন্দ্র জানিয়েছে, ১৮ বছরের ওপরের ব্যক্তিদের ওপর এই টিকার প্রভাব কী পড়েছে, তা আগে কেন্দ্রকে জানাতে হবে। তারপর স্থির হবে আদৌ শিশুদের ওপর এই টিকার পরীক্ষা করতে দেওয়া হবে কি না।

কিছুদিন আগে মার্কিন কোম্পানি নোভ্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে কোভোভ্যাক্স তৈরি শুরু করেছিল সেরাম। তখন সেরামের প্রধান জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে তাদের টিকা বাজারে আসবে। কিন্তু সরকারের অবস্থানে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এএস