রাতের অন্ধকারে বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা
সংবাদসংস্থা এপি’র সঙ্গে কথা বলছেন বাগরাম সামরিক ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি
প্রায় ২০ বছর পর গত সপ্তাহে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দেশে ফিরে গেছে মার্কিন সেনারা। আফগানিস্তানে এটাই ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। তবে মার্কিন সেনাদের চলে যাওয়ার পর সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বলা হচ্ছে, রাতের অন্ধকারে গোপনে ঘাঁটিটি ত্যাগ করেছেন মার্কিন সেনারা।
আফগানিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা এই অভিযোগ করেছেন বলে সোমবার (৫ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এমনকি ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার সময় সেখানকার নতুন কমান্ডারকেও অবহিত করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
আফগান সামরিক কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাতের অন্ধকারে বাগরাম সামরিক ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। এসময় ঘাঁটির নতুন আফগান কমান্ডারকে নিজেদের চলে যাওয়ার তথ্যটি জানানোর প্রয়োজনও মনে করেনি তারা। যার কারণে মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ত্যাগ করার দুই ঘণ্টারও বেশি সময় পর তাদের প্রস্থানের কথা জানতে পারেন সেখানকার নতুন আফগান কমান্ডার।
বিজ্ঞাপন
আফগানিস্তানে প্রায় ২০ বছর যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি ছিল বাগরাম। গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাগরাম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেওয়া হয়েছে।
বাগরাম সামরিক ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে বলেন, ‘ঘটনার দিন রাতে আমরা কিছু গুঞ্জন শুনছিলাম যে, মার্কিন সেনারা বাগরাম ঘাঁটি ত্যাগ করেছে। আর সকাল ৭টায় আমরা নিশ্চিত হই যে, তারা (মার্কিন বাহিনী) আসলেই সামরিক ঘাঁটি ছেড়ে চলে গেছে।’
মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়ার পর সোমবার বাগরাম ঘাঁটিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেয় আফগান সামরিক বাহিনী। এসময় সাংবাদিকরা ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
আফগান সরকারের শীর্ষ এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা ঘাঁটিটি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে এবং পর্যবেক্ষণ টাওয়ার, এয়ার ট্রাফিক টাওয়ার ও হাসপাতালসহ এখানকার সবকিছু এখন আমাদের নিয়ন্ত্রণে।’
মার্কিন সেনারা কীভাবে ঘাঁটি ছেড়ে গেছে? এপির এমন প্রশ্নে জবাবে কেবল নিজের নামের একটি অংশ প্রকাশের স্বার্থে কথা বলেন নেয়ামতউল্লাহ নামে এক আফগান সৈনিক। তিনি বলেন, ‘যেভাবে একটি রাতের ভেতরে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বেরিয়ে গেছে, তাতে ২০ বছর ধরে থাকা শুভকামনা তারা হারিয়েছেন। ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার সময় বাইরে টহলরত সেনাদের সঙ্গেও তারা কিছুই বলেনি।’
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির অংশ হিসেবেই বাগরাম বিমানঘাঁটি খালি করে দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে সব মার্কিন সেনা।
বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা এমন সময়ে ফিরে গেলেন যখন সেনা প্রত্যাহারের কারণে সশস্ত্রগোষ্ঠী তালেবান গোটা আফগানিস্তানের দখল নিতে হামলা জোরদার করেছে। ফলে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
তালেবান ও আল-কায়েদার সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে এই বিমানঘাঁটিতে এক লাখেরও বেশি মার্কিন সেনা ছিল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনারা সরে যাওয়ায় ঘাঁটিটি এখন নিয়ন্ত্রণ করছে আফগান সামরিক বাহিনী।
টিএম