ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ৩
ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বুধবার বিমান ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত ১৪ টি বিস্ফোরক রকেট ছোড়া হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মারোত্তো।
টুইটে কর্নেল মারোত্তো জানান, বিমান ঘাঁটি ও তার আশপাশের এলাকাসমূহ লক্ষ্য করে ছোড়া রকেটে আন্তর্জাতিক বাহিনীর তিন জন সেনাসদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়।
বিজ্ঞাপন
একটি মিনি ট্রাকে রকেট লাঞ্চার বসিয়ে এই হামলা চালানো হয়েছিল উল্লেখ করে মারাত্তো আরও বলেন, বিমান ঘাঁটির কাছাকাছি একটি কৃষি জমি থেকে সেই মিনি ট্রাক ও রকেট লাঞ্চারটি পড়ে থাকতে দেখা গিয়েছিল এবং বর্তমানে সেটি আন্তর্জাতিক বাহিনীর জিম্মায় আছে।
এই নিয়ে পর পর দুইদিন ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে এরবিল বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রায় নিয়মিতই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসমূহে এ ধরনের চোরাগুপ্তা হামলা হচ্ছে। এক্ষেত্রে রকেটের পাশাপাশি হামলাকারীরা ব্যাবহার করছে লাদেন ড্রোন নামে এক প্রকার বিস্ফোরক ড্রোন।
মঙ্গলবার এরবিলে হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে দেশটির বিদ্রোহীগোষ্ঠী কুর্দিশ বাহিনী। বুধবারের হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইরাকের সামরিক কর্মকর্তাদের বিশ্বাস- এর পেছনেও কুর্দিশ বাহিনীর হাত রয়েছে।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ