ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দুই দিনের সংঘর্ষে ২২ সন্দেহভাজন ‘গ্যাং’ সদস্য ও চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কারম্যান মেলান্দেজ বলেছেন, অসংখ্য মানুষ নিহত হওয়া ছাড়াও ওই সংঘর্ষে আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

গত কয়েকদিন ধরে সেখানে ব্যাপক গোলাগুলি চলছে। আধিপত্য বিস্তারের চেষ্টায় থাকা গ্যাং নেতাদের সন্ধানে কয়েকশ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। ব্যাপক সংঘর্ষের পর পুলিশ ২৪ হাজার রাউন্ড গোলাবারুদসহ অনেকগুলো ভারী অস্ত্র উদ্ধার করেছে। 

সংঘর্ষ চলাকালে ওই এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান এবং কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রকাশিত ছবিতে রাস্তায় রাস্তায় শত শত বুলেট পড়ে থাকতে দেখা যায়। সেখানকার এক বাসিন্দা বলছেন, গোটা পরিস্থিতি যেন ‘যুদ্ধের মতো’।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে একটি অপরাধী গোষ্ঠী (গ্যাং) শহরের কোতা ৯০৫ এলাকার বাইরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার উদ্যোগ নিলে নগর কর্তৃপক্ষ তাদের হটিয়ে দেয়, এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা।    

একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিনি এও বলেছেন, ‘এখনো কিছু স্নাইপার থাকতে পারে।’ বিবিসি বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন ৮০০ পুলিশ ঘরে ঘরে তল্লাশি অভিযান চালিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী মেলান্দাজ বলেন, পুলিশ ‘সন্ত্রাসী কার্যকলাপ চালানোর অভিপ্রায় নিয়ে ওই অঞ্চলগুলোতে বসতি স্থাপনকারীদের অপরাধমূলক কাঠামো ধ্বংস করতে অনেকটা অগ্রগতি করেছে। গ্যাং কর্তৃক অপহৃত মানুষদের উদ্ধার করা হয়েছে। পুলিশ মোতায়েন থাকবে।’

এএস