স্বামীর সঙ্গে ঝগড়া। তারপর ১০ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিতে উদ্যত হন স্ত্রী। কিন্তু তখন স্বামী তার হাত ধরে ফেলেন। এভাবে কিছুক্ষণ রেলিং থেকে ঝুলছিলেন ওই নারী। কিন্তু আচমকা স্বামীর হাত ফসকে যায়। দশ তলা থেকে নিচে পড়েন। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এক আবাসিক সোসাইটির বহুতল ভবনের ১০ তলায় ৯০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন ফারাজ হাসান ও তার স্ত্রী সাদিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। সে সময়ই দরজা খুলে রেলিংয়ের দিকে ছুটে আসেন সাদিয়া। কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই হাসান তার হাত ধরে ফেলেন।

এভাবেই বেশ কিছুক্ষণ ছিলেন তারা। যা দেখে স্থানীয়রা মাটিতে একটি গদি বিছিয়ে দেন। স্ত্রীকে টেনে তুলতে গিয়ে হাত ফসকে যায় হাসানের। দশ তলা থেকে সরাসরি মাটিতে পড়েন সাদিয়া। গদি থাকায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন নয়দার এক বেসরকারি হাসপাতালে।

আবাসিক এলাকার বাসিন্দা ঘটনার ভিডিও ধারণ করেছিলেন। দশ তলা থেকে নারীর পড়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

এএস