ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী নেতাদের ওপর নজরদারি চালানোর যে অভিযোগ উঠেছে সেই ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের তদারকি প্রয়োজন বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে সাক্ষাতে এই দাবি জানান মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে দুই নেতার মধ্যে তীব্র কথার লড়াইয়ের পর প্রথমবারের মতো দিল্লিতে তাদের সাক্ষাৎ হলো।  

মোদির সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় দুই মন্ত্রী, ৪০ জন সাংবাদিকসহ বিরোধী নেতাদের ওপর নজরদারি চালানো পেগাসাস কেলেঙ্কারির ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারি দরকার। আমি সেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলেছি। 

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে বিভিন্ন বিরোধী দলীয় নেতা, সাংবাদিক এবং সরকারি মন্ত্রীদের ফোন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগের ব্যাপারে দেশটির সংসদেও বিরোধী এমপিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য দাবি করেছেন। দেশটিতে যে কয়েকজন বিরোধী নেতা পেগাসাস স্পাইওয়্যারের টার্গেট হয়েছেন তাদের মধ্যে মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আছে।

পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর চাঞ্চল্যকর তালিকা গত ১৮ জুলাই ফাঁস হয়। সেই তালিকায় আছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, বর্তমান তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বিষ্ণু এবং নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরও। ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার পেগাসাসের মাধ্যমে বিরোধী দলীয় রাজনীতিক ছাড়াও দেশটির আরও অন্তত ৪০ সাংবাদিকের ফোনেও আড়িপাতা হয়েছে অথবা আড়িপাতার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম প্রতিদ্বন্দ্বী ও প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীকে সম্ভাব্য নজরদারির জন্য অন্তত দু’বার নিশানা করা হয়েছিল। ফাঁস হয়ে যাওয়া ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তালিকায় রাহুল গান্ধীর নম্বরও পাওয়া গেছে। 

ওই তালিকায় নরেন্দ্র মোদির সরকারের দুই মন্ত্রী, বিরোধী তিন নেতা, সাংবিধানিক পদে আসীন এক ব্যক্তি, ৪০ জন সাংবাদিক, অনেক ব্যবসায়ী ও শিল্পপতি থেকে শুরু করে সমাজকর্মী, সরকারি আমলা, আইনজীবী এবং সরকারের সমালোচকের নামও এসেছে। গত লোকসভা নির্বাচনের আগে ভারতে তিন শতাধিক ফোনে আড়িপাতার চেষ্টা চালিয়েছিল দেশটির সরকার ।

মোদির সঙ্গে সাক্ষাৎকে সৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতে রাজ্যে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি, টিকা ও ওষুধের সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের নাম বেঙ্গল থেকে বাংলা করারও প্রস্তাব মোদিকে দিয়েছেন মমতা। তবে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে মমতা বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা সাংবাদিকদের আমার জানানো উচিত নয়।

ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উদ্ভাবিত সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারসমূহ এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হাতে সম্প্রতি এ সংক্রান্ত একটি ডেটাবেইস পৌঁছেছে, যেখানে ৫০ হাজারেরও বেশি ফোন নম্বরের একটি তালিকা রয়েছে।

বিশ্বের প্রথম সারির মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফোন নম্বর এগুলো। তালিকা হাতে পাওয়ার পর গার্ডিয়ান, ভারতের দ্য ওয়্যারসহ ১৬টি পত্রিকাকে এই তথ্য জানায় ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এসএস