পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার পিএমএল-এনের তথ্য-সচিব মরিয়ম আওরঙ্গজেব নওয়াজকন্যার করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।

আওরঙ্গজেব বলেছেন, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন। মরিয়ম নওয়াজের সুস্থতার জন্য দেশের নাগরিকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, এক টুইট বার্তায় মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি ফ্লু, কাশি এবং জ্বরে ভুগছেন। এ জন্য বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি জনসাধারণের প্রার্থনা এবং শুভ কামনায় অভিভূত।

আজাদ-জম্মু কাশ্মীরের গত ২৫ জুলাইয়ের আঞ্চলিক নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন মরিয়ম নওয়াজ। তার চাচা ও পিএমএলের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ বলেছেন, মরিয়ম নওয়াজের করোনা পজিটিভ হওয়ার খবরে তিনি কষ্ট পেয়েছেন। করোনাভাইরাস থেকে তার আশু সুস্থতা কামনা করেছেন শেহবাজ শরীফ।

এসএস