বিশ্বের সর্ববৃহৎ নীলা পাথর মিলল শ্রীলঙ্কায়
বাড়ির পেছনে কূপ খননের সময় বিশাল আকারের নীলা পাথরের সন্ধান পাওয়া গেছে শ্রীলঙ্কায়। শ্রমিকদের কোদাল দিয়ে কূপ খননের সময়ে উঠে আসা এই রত্নপাথরের দাম ১০ কোটি ডলার। নিউইয়র্ক পোস্টের এমন খবরের পর চাঞ্চল্য ছড়িয়েছে।
বিবিসি বলছে, কূপ খননের সময় পাওয়া মূল্যবান এই পাথর খণ্ডটির ওজন ৫১০ কেজি বা আড়াই মিলিয়ন ক্যারেট। এটিই বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর বলে মনে করা হচ্ছে। কেননা বিশ্বে এর আগে এত বড় কোনো নীলা পাথরের সন্ধান মেলেনি।
বিজ্ঞাপন
পাথরটির সন্ধান পাওয়া গেছে শ্রীলঙ্কার রত্নপুরার এক বাড়িতে। যেই বাড়ি থেকে ওই মূল্যবান পাথরটি পাওয়া গেছে, ওই বাড়িটির মানুষ পেশাদার রত্ন ব্যবসায়ী। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ওই অঞ্চলটি মূল্যবান রত্নপাথর উত্তোলনের জন্য যে সুপরিচিতি তা তার নামেই স্পষ্ট।
গোমেজ নামে ওই বাড়ির মালিক জানিয়েছেন, কুপ খননের সময় ওই বিরল পাথরের খোঁজ পাওয়া যায়। তবে সেটা পরিষ্কার করতে এক বছরের বেশি লেগে যায়। তাই পাথর সম্পর্কে জানতে এতটা সময় লেগেছে। অবশেষে তা জানতে পেরেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কায় প্রায়ই মূল্যবান পাথরের খোঁজ পাওয়া যায়। বিশেষ করে রত্মপুরা মূল্যবান ও বিরল শ্রেণীর পাথরের জন্য প্রসিদ্ধ। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ফ্যাকাশে নীল রঙের এ রত্নের দাম ১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের এনগেজমেন্ট রিংয়ে একটি নীলা বসানো ছিল, যা শ্রীলঙ্কা থেকে ১৭৭০ সালে আবিষ্কৃত হয়। সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার।
রত্নপাথর বিশেষজ্ঞ জামিনি জয়সা বলেন, ‘আমি এর আগে এত বড় নীলা দেখিনি।’ শ্রীলঙ্কার ন্যাশনাল জেম অ্যান্ড জুয়েলারি অথরিটির চেয়ারম্যান তিলখ ওয়েরাসিংহে বলেন, ‘আশা করছি, ব্যক্তিগত সংগ্রাহক কিংবা জাদুঘরের কাছে এটি বিক্রি করা সম্ভব হবে।’
এএস