ইসলামাবাদের পার্কে উড়ছে আফগানিস্তান ও তালেবানের পতাকা
কাবুলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আফগানিস্তানের পতাকা উড়াচ্ছেন দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা। ২০১৫ সালের অক্টোবর মাসের ছবি
মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী তালেবান গোষ্ঠীর যোদ্ধারা। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির কোথাও উড়ছে আফগানিস্তানের পতাকা, আবার কোথাও তালেবানের পতাকা। তবে প্রতিবেশি দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি পার্কে একসঙ্গে উড়ানো হয়েছে তালেবান ও আফগানিস্তানের পতাকা।
সোমবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। অত্যন্ত গোপনে এই ঘটনা ঘটলেও বিষয়টি কানে আসার সঙ্গে সঙ্গে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়ে যায়।
বিজ্ঞাপন
দ্য ডন বলছে, রোববার (১ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লেক ভিউ পার্কে এক দল লোক আফগানিস্তানের জাতীয় পতাকা ও তালেবানের পতাকা উড়াচ্ছিল। বিষয়টি দেশটির পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কানে পৌঁছানোর পরই সতর্ক হয়ে যায় নিরাপত্তা সংস্থাগুলো।
সংবাদমাধ্যমটি বলছে, লেক ভিউ পার্কটি ইসলামাবাদের মালপুর গ্রামের কাছে মুরি রোডের পাশে অবস্থিত। এছাড়া এই পার্কটি ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানি পার্লামেন্ট ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। এই এলাকাটির প্রশাসনিক দায়িত্বে রয়েছে ইসলামাবাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি)।
বিজ্ঞাপন
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ডন জানায়, রোববার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবকের একটি দল ইসলামাবাদের লেক ভিউ পার্কে আফগানিস্তানের জাতীয় পতাকা ও তালেবানের পতাকা উড়াতে থাকে। এই অবস্থায় পতাকা ধরে রেখে তাদের ছবিও তুলতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।
পরে এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম দ্য ডন। তিনি ঘটনার সত্যতা ও ওই পার্কে অভিযুক্তদের উপস্থিতির কথা নিশ্চিত করলেও এর বেশি আর কোনো তথ্য দিতে রাজি হননি।
তবে অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, অন্য কোনো দেশের পতাকা উড়ানো অপরাধের নয়। পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
টিএম