‘ভারতের বর্তমান জনসংখ্যা ১ বিলিয়ন ৩০০ কোটি’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক এই ক্রিকেট তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের বিষয়ে কথা বলার সময় ওই মন্তব্য করে অনলাইনে ট্রোলের শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের বক্তৃতার ছোট একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ইমরান খানকে  বিষয়ে বলতে শোনা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪০-৫০ লাখ মানুষের নিউজিল্যান্ড ১ বিলিয়ন ৩০০ কোটি মানুষের ভারতকে হারিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১৩০ কোটি ৬০ লাখ।

ইমরান খানের ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে বেশি সময় লাগেনি। অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ভূগোল, ইতিহাস এবং এখন গণিত— সব সাবজেক্টে প্রধানমন্ত্রী সবচেয়ে খারাপ ছিলেন। হয়তো তিনি রসায়নে ভালো করেছিলেন?

ইতোমধ্যে হাজার হাজার মানুষ ওই ভিডিওটি দেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওই ভিডিওর স্ক্রিনশট নিয়ে অনেকেই গুগল সার্স করে ভারতের প্রকৃত জনসংখ্যার চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে ইমরান খানের অতীত নানা বিতর্কিত ও মিথ্যা মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেছেন তারা।

টুইটারে একজন লিখেছেন, ২০২০ সালে ভারতের জনসংখ্যা ১.৩৮ বিলিয়নে দাঁড়িয়েছে। যার অর্থ ১৩০ কোটি ৮০ লাখ।

চলতি বছরের জুনে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে মন্তব্য করে বিশ্বজুড়ে তোপের মুখে পড়েছিলেন ইমরান। কিছুদিন আগে উজবেকিস্তানে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘উজবেকিস্তানের ইতিহাস নিয়ে উজবেকদের চেয়েও বেশি জানি আমি।’ এ মন্তব্যের জন্যও সামাজিক যোগাযাগমাধ্যমে বিতর্কের মুখে পড়েন তিনি।

এসএস