টিকার ডোজ সম্পূর্ণ করা যাত্রীদের জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র
করোনা মহামারির কারণে দীর্ঘদিন নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে বিদেশি যাত্রীদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কেবল সেই সব যাত্রীই দেশটিতে প্রবেশ ও অবস্থানের অনুমোদন দেওয়া হবে, যারা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন।
বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে দেশের কেন্দ্রীয় প্রশাসনকে বিদেশি যাত্রীদের প্রবেশের প্রক্রিয়া পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা বলেন, ‘বাইডেন প্রশাসন সব বিদেশি নাগরিককে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’
‘তবে যেহেতু এখন মহামারি পরিস্থিতি, এবং বাইডেন প্রশাসন সব সময়ই বিদেশি যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে নিরাপদ ও টেকসই পন্থা অবলম্বনে বিশ্বাসী, এ কারণে কিছু সীমিত সংখ্যক ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক সব বিদেশি যাত্রীদের জন্য করোনা টিকার ডোজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক করা হয়েছে।’
বিজ্ঞাপন
‘অর্থাৎ কেবল সেই সব বিদেশি যাত্রীরাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, যারা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন।’
কবে নাগাদ এ বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে- সে সম্পর্কে অবশ্য সুনির্দিষ্টভাবে কিছু জানাননি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এ রোগে মোট আক্রান্ত ও মৃতের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য ও আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৪৭১ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ লাখ ৩১ হাজার ২৯৯ জন।
গত কয়েক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল দেশটিতে, কিন্তু করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে ফের যুক্তরাষ্ট্রে বাড়তে শুরু করছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত দু’দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ, এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১ হাজার ১৮৯ জন।
অবশ্য সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে গণটিকাদান কর্মসূচিও অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে ২০২০ সাল থেকে বিশ্বের অধিকাংশ দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, বর্তমানে দেশে সংক্রমণের যে চিত্র, তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।
তবে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, এ বিষয়ক নীতি পরিবর্তনের চিন্তাভাবনা ও উদ্যোগ শুরু করেছে হোয়াইট হাউস।
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ