অনৈতিক সম্পর্কের অভিযোগে গৃহবধূর মাথা ন্যাড়া করল মাতব্বররা
বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে এক গৃহবধূকে মাথা ন্যাড়া করেছে গ্রামের লোকজন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার চৌষা গ্রামের।
গ্রামের মতব্বররা প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে এক গৃহবধূকে ন্যাড়া করে মাথায় কালি লেপে দিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চৌষা গ্রামের এক গৃহবধূ প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি ওই গৃহবধূ প্রেমিক দেবাশীষ মন্ডলের বাড়িতে যায়। এরপরেই গ্রামবাসীরা গৃহবধূকে ধরে ন্যাড়া করার পাশাপাশি কালি মাখিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করার পাশাপাশি ৭ জনকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এসএম