ঘরে বসে ৬০ হাজার কৌটা জমিয়েছেন এক নারী
কথায় বলে শখের দাম লাখ টাকা। শখ পূরণে মানুষ যে কত বিচিত্র কাজ করে তার শেষ নেই। এই বিচিত্র শখ পূরণ করা মানুষদের দলের একজন বেলজিয়ামের ইভেত্তে দারদেন্নে নামে এক নারী। তার শখ টিনের কৌটা জমানো।
দেশ-বিদেশের প্রায় ৬০ হাজার পুরোনো টিনের কৌটা রয়েছে তার সংগ্রহে। বিপুল পরিমাণ এই টিনের কৌটা একটি বাড়িতে রাখা সম্ভব নয়, তাই তিনি রেখেছেন ৪টি বাড়িতে।
বিজ্ঞাপন
ইভেত্তে দারদেন্নের বয়সও কম নয়, ৮৩ বছর। বেলজিয়ামের লিয়েজে প্রদেশের গ্র্যান্ড-হ্যালেতে তার বাস। ওই কৌটা দিয়েই তিনি কৌটা জমানো শুরু করেছিলেন। দেখতে দেখতে ৩০ বছর কেটে গেছে। এখন তার সংগ্রহে ৬০ হাজার টিনের কৌটা।
কৌটাগুলোর মধ্যে চকলেট, কফি, চাল, ক্রিম, জুতোর কালি, তামাক রাখার কৌটা রয়েছে। এগুলোর কোনোটা তিনি সংগ্রহ করেছেন দেশ থেকেই, কোনোটা আবার দেশের বাইরে থেকে। নতুন কৌটার সঙ্গে তার সংগ্রহে রয়েছে পুরোনো কৌটাও। একটি কৌটা রয়েছে ১৮৬৪ সালের।
বিজ্ঞাপন
তিন দশক ধরে কৌটা সংগ্রহ করছেন ইভেত্তে। বলতে গেলে কৌটার পাহাড় জমেছে তার বাড়িতে। ইভেত্তের কৌটার সংগ্রহ এতই বিশাল যে সব কৌটা রাখতে তার এখন প্রয়োজন হচ্ছে চারটি বাড়ির।
বিশাল এই সংগ্রহের জন্য ইভেত্তেকে দেশ-বিদেশে প্রচুর ঘুরতে হয়েছে বলে অনেকে মনে করলেও ইভেত্তে বলছেন বাস্তবতা তেমন নয়। তিনি বলছেন, আমি মোটেও ভ্রমণ করিনি। ঘরে বসেই শখপূরণ করেছি।
এনএফ