আজ থেকে ৪০ বছর আগে ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তার অকালপ্রয়াত স্ত্রী প্রিন্সেস ডায়ানার বিয়েতে যে কেকগুলো কাটা হয়েছিল, তার একটি টুকরো আজ বুধবার নিলামে উঠছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

১৯৮১ সালের ২৯ জুলাই তাদের বিয়েতে ২৩টি কেক কাটা হয়েছিল। একটি টুকরো যত্নে রেখে দেন রানির কর্মচারী মোয়রা স্মিথ। কেকটির পাশে এখনো লেবেল সাঁটা রয়েছে, ‌‘হ্যান্ডল উইথ কেয়ার, প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানাজ ওয়েডিং কেক’।

চার্লসের সঙ্গে বিয়ের আসরে ডায়ানার হাসিমুখের ফ্রেমের প্রেমে এখনো পাগল গোটা দুনিয়া। হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া, সাদা গাউন, মাথায় টিয়ারা পরে সেন্ট পলস ক্যাথিড্রালের সেই দৃশ্য প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পরও আজও রঙিন।

গোটা বিশ্বে সবচেয়ে সাড়া জাগানো রাজকীয় দম্পতির বিয়ের কেকের সেই টুকরোটি নিলামে তুলতে যাচ্ছে ব্রিটিশ নিলাম সংস্থা ডমিনিক উইন্টার। সংস্থাটির আশা, তারা ওই কেকের টুকরো ৩০০ থেকে ৫০০ পাউন্ডে বিক্রি করতে পারবে।

কেকের টুকরোটি যেভাবে কাটা হয়েছিল সেভাবেই আছে। মোয়রা সেটি যত্নে নিজের কাছে রেখে দেন ২০০৮ সাল পর্যন্ত। পরে একজন স্লাইসটি তার থেকে চেয়ে নিজের বাড়িতে রাখেন। পরবর্তীতে নিলাম প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ হয় তাদের।

কেকের ওই টুকরোটি নিয়ে নিলাম সংস্থা ডমিনিক উইন্টারের নিলামকারী ও জ্যেষ্ঠ মূল্য নির্ধারণকারী ক্রিস অ্যালবারি বলছেন, ‘কেকটি ওইদিনের মতো ভালো অবস্থায় আছে বলে মনে হয়। কিন্তু আমরা এটা না খাওয়ার পরামর্শ দিচ্ছি।’

এএস