তালেবান নেতার সঙ্গে দেখা করবেন এরদোগান
রিসেপ তাইয়্যেপ এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আফগানিস্তানে যুদ্ধ শেষ করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাত করতে পারেন।
বুধবার সিএনএন তুর্ককে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সর্বশেষ ঘটনা ও আফগান জনগণের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।’
বিজ্ঞাপন
তালেবানের সঙ্গে আলোচনার জন্য তুর্কি কর্মকর্তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো আমি এমন একজন ব্যক্তি যাকে তালেবান নেতারা গ্রহণ করতে পারবেন।’
এরদোগান গত মাসে বলেছিলেন, তুরস্ক শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তালেবানের সঙ্গে আলোচনা করবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা যদি শীর্ষ পর্যায়ের তালেবান নেতাদের বুঝাতে না পারি, তাহলে আফগানিস্তানে শান্তি নিশ্চিত করা সম্ভব হবে না।’
এ দিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এরদোগান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে ফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, ফোনে দুই দেশের প্রেসিডেন্ট তুর্কি-আফগান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় এরদোগান পুনরাবৃত্তি করেন যে, তুরস্ক আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে।
তালেবান যোদ্ধারা এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকার প্রাদেশিক রাজধানীগুলো দখল করেছে। একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। গত শুক্রবার থেকে এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে।
মার্কিন বাহিনী ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগান বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
এরদোগান এর আগে বলেছিলেন, তুরস্ক কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার কথা ভাবছে এবং তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেও প্রস্তুত।
ন্যাটো মিশনের অংশ হিসেবে আঙ্কারা ছয় বছর ধরে কাবুল বিমানবন্দরে সামরিক ও লজিস্টিক অপারেশন চালাচ্ছে।
সূত্র : ডেইলি সাবাহ
ওএফ