আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি মার্কিন পরিবহন বিমানের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। সোমবার (১৬ আগস্ট) বিমানটি কাবুল থেকে ছেড়ে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি কোনোমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে বিমানের চাকায় দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।

এর আগে কাবুল বিমানবন্দরের সোমবারের একটি ভিডিওচিত্রে দেখা যায়, তালেবানের হাতে আফগান ভূখণ্ডের নিয়ন্ত্রণ যাওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগান নাগরিকরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সাথে সাথে ছুটে চলছে এবং অনেকেই তখনও বিমানটির গা বেয়ে ওঠার চেষ্টা করছেন।

পরে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে একে একে দু’জন মানুষ ছিটকে নিচে পড়ে নিহত হন। নামপ্রকাশ না করে একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, আকাশে উড্ডয়নরত বিমান থেকে মানুষের পড়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিতভাবে ঘটেছে।

ওই কর্মকর্তা বলছেন, ছিটকে পড়া ওই দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিলেন।

পত্রিকাটি জানিয়েছে, উড্ডয়নের পরে বিমানটি চাকা গুটিয়ে নিতে ব্যর্থ হয়। এরপরই বিমানে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং তৃতীয় অন্য একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে চাকায় দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম পলিটিকো ও ওয়াশিংটন পোস্ট নিশ্চিত করেছে যে, বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকার সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় কমপক্ষে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

এদিকে আফগান শরণার্থীদের জন্য ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে বাইডেনের দাবির কয়েক ঘণ্টার মধ্যেই এই তহবিল বরাদ্দ দেওয়া হয়।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান পরিস্থিতির কারণে শরণার্থী, যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার বা ঝুঁকিতে থাকা অন্য ব্যক্তিদের অভিবাসন ও সহায়তায় যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী তহবিল ব্যবহারের বরাদ্দ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এই তহবিল আন্তর্জাতিক সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান, সরকারি দফতর ও এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবহার করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

টিএম