প্রতিবাদী বক্তব্য হাতে কাবুলের সড়কে কয়েকজন নারী
তালেবান নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানে নিজেদের অধিকার ফিরে পেতে প্রতিবাদী বক্তব্য লেখা কাগজ হাতে রাজধানী কাবুলে অবস্থান নিয়েছেন কয়েকজন আফগান নারী। ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও টুইট করেছেন।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাগজে হাতে লেখা প্রতিবাদী বক্তব্য নিয়ে চারজন নারী কাবুলের সড়কে দাঁড়িয়ে আছেন, অল্প দূরত্বে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন সশস্ত্র তালেবান সদস্য।
বিজ্ঞাপন
ভিডিওতে এক নারীকে বলতে শোনা গেছে, ‘বছরের পর বছর ধরে আমাদের যে অর্জন এবং অধিকার, সে সবের সঙ্গে কোনো আপোস হবে না।’
টুইটারে ভিডিওটি টুইট করে এ সম্পর্কে মাসিহ আলিনেজাদ লিখেছেন, ‘এই সাহসী নারীরা তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য কাবুলের সড়ক বেছে নিয়েছেন। তারা শুধু তাদের অধিকার ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন….শিক্ষার অধিকার, কাজের অধিকার, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এবং একটি নিরাপদ সমাজে বসবাসের অধিকার। আমি আশা করছি, আরও বেশি সংখ্যক নারী ও পুরুষ এই লড়াইয়ে শামিল হবেন।’
বিজ্ঞাপন
— Masih Alinejad (@AlinejadMasih) August 17, 2021
২০ বছর আফগানিস্তানে যুদ্ধ ও অবস্থানের পর ২০২১ সালের এপ্রিলে দেশটি থেকে যাবতীয় সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের এই ঘোষণা দেওয়ার পরের মাস, মে থেকে আফগানিস্তান দখলের অভিযানে নামে তালেবানগোষ্ঠী এবং অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪ টি প্রদেশের ২৮ টি দখলের পর রাজধানী কাবুলের দিকে অগ্রসর হওয়া শুরু করে।
রোববার কাবুলের দখল নিয়েছে তালেবান, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি এবং সরকারের অনেক মন্ত্রী-আমলা ইতোমধ্যে দেশ থেকে পালিয়েছেন। ইতোমধ্যে তালেবান নেতারা ঘোষণা দিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার গঠন করা হবে।
এদিকে, তালেবান শাসনে সবচেয়ে আতঙ্কিত অবস্থায় আছেন দেশটির নারীরা। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত প্রথম তালেবান শাসনামলে ইসলামী শরিয়া আইনের নামে নারীদের ওপর সীমাহীন নিপীড়ণ চালিয়েছিল তালেবানগোষ্ঠী।
সে সময় শিক্ষাপ্রতিষ্ঠান-কর্মক্ষেত্র-রাজনীতি সব জায়গায় নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কঠোর পর্দাপ্রথা মেনে চলা ও স্বামী বা রক্তসম্পর্কিত পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো নারী এসব তালেবান বিধিনিষেধ অমান্য করলে তার মৃত্যু ছিল অবধারিত।
তালেবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই আফগান নারীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। রাজধানী কাবুল থেকে দূরবর্তী তালেবান দখলকৃত এলাকাসমূহে ইতোমধ্যে পূর্বের মতো তালেবানি নিয়ম চালু করা হয়েছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।
তালেবান নেতারা অবশ্য জানিয়েছেন, তারা আগের মতো কঠোর শাসন ব্যবস্থা জারি করবেন না এবং ইসলামি শরিয়া মেনে নারীরা বিভিন্ন শিক্ষা, চাকরিসহ অন্যান্য অধিকার ভোগ করবেন। তবে সরকার গঠন করার পর তাদের কথা ও কাজে মিল থাকবে কি না তা নিয়ে সন্দিহান আছেন সবাই।
সূত্র : ইন্ডিয়া টুডে
এসএমডব্লিউ