অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে মোট ২৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ পুলিশ সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন, নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি এবং কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে লকডাউন বিরোধীদের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

এর মধ্যে মেলবোর্নে সবচেয়ে বেশিসংখ্যক ৪ হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন লকডাউনবিরোধী সমাবেশে। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করছিলাম। কিন্তু সমাবেশে বেশ কিছু অনাহূত মানুষ ঢুকে পড়ে এবং পুলিশকে উস্কানি দেয়।’

‘তবে পুলিশ যে শান্ত ছিল, তা বলার উপায় নেই। তারা সেই আচরণই করেছে, যা তারা বরাবর করে অভ্যস্ত।’

ভিক্টোরিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভ থেকে ২১৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের নিগ্রহের দায়ে ৩ জনকে দোষী সাব্যস্ত করেছে মেলবোর্ন পুলিশ।

কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনে শনিবার বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ; তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে কেউ গ্রেফতারও হননি।

একই দিন সিডনির বিক্ষোভ সমাবেশ থেকে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানইয়োন। তিনি বলেছেন, মেলবোর্নের তুলনায় সিডনিতে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল অনেক কম, মাত্র ২৫০ জন।

গ্রেফতার প্রত্যেককে করোনা বিধি ভঙ্গের দায়ে ৫ হাজার ৪৫২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে  বিবিসি।

মহামারির শুরু থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে অন্যান্য দেশের তুলনায় বেশ সফল অস্ট্রেলিয়া। ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৪ হাজার ৩৪ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৯৮১ জন।

তবে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে দেশটিতে সম্প্রতি দৈনিক সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। শনিবার অস্ট্রেলিয়ায় করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১৫; যা দৈনিক আক্রান্তের হিসেবে দেশটির চতুর্থ সর্বোচ্চ সংখ্যা। এছাড়া একই দিন করোনায় মারা গেছেন ৩ জন।

সংক্রমণ নিয়ন্ত্রণে গত জুন মাস থেকে সিডনিসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি রেখেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্য বিভাগ ও করোনা প্রতিরোধ বিষয়ক সরকারি কমিটির কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, টানা লকডাউনের পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না।

সূত্র : বিবিসি

এসএমডব্লিউ