দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে রাজ্যটির রাজধানী বেঙ্গালুরুতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।

বেঙ্গালুরুর আদুগোদি থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের কোরামাংগালা এলাকায় দ্রুতগতি সম্পন্ন একটি অডি গাড়ি সজোরে একটি গাছে ধাক্কা মরে। এতে গাড়ির ভেতরে থাকা ৭ জনের সবাই নিহত হন।

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। নিহতদের মধ্যে তিনজন নারী। নিহতও ওই তিন নারীসহ সকলের বয়সই বিশের কোঠায়।

টিএম