সড়কে চোট পেলে কিংবা কোনো ছোটোখাটো দুর্ঘটনার স্বীকার হলে আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে। যানজটসহ বিভিন্ন কারণে অনেক সময় হাসপাতালে যেতে দেরি হয়ে যায়। এতে রোগীর অবস্থার অবনতি হতে থাকে।

তাই সড়কে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে ভারতের শিলিগুড়ি পুলিশ। নতুন এই পদক্ষেপে শহরের ২০টি পুলিশ ট্রাফিক পয়েন্টে থাকবে ফার্স্ট এইড কিটস। তাই চলার পথে কোনো দুর্ঘটনার স্বীকার হলে আহত ব্যক্তির প্রাথমিক সেবা মিলবে ট্রাফিক পয়েন্টেই। ভারতের পুলিশ দিবসে নতুন এই কার্যক্রমের সূচনা হয়েছে।

পুলিশ দিবস দিনটি স্মরণীয় করে রাখতেই লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এই উদ্যোগ। শহরের মহাত্মা গান্ধি মোড়, ভানুভক্ত চক, বিবাদী চক, স্বামিজী মোড়, হাসমিচকসহ ২০ জায়গায় ট্র‍্যাফিক পুলিশের ক্যাম্পেই থাকবে এই ফার্স্ট এইড কিট।

জানা গেছে, প্রাথমিকভাবে যা যা প্রয়োজনীয় ওষুধ সবই থাকছে ফার্স্ট এইড কিট বক্সে। তালিকায় রয়েছে পেইন কিলার ট্যাবলেট, ব্যাথা কমানোর জন্যে স্প্রে, গজ, ব্যাণ্ডেজ, ডেটল, অ্যান্টিসেপ্টিক ক্রিমসহ জরুরি কিছু ওষুধও। দুর্ঘটনাগ্রস্ত মানুষদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতেই পুলিশের বিশেষ দিনে এই উদ্যোগ।

এমএইচএস