আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবানের সঙ্গে আহমেদ মাসুদ নেতৃত্বাধীন প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। উভয়পক্ষের দাবি, গত কয়েক দিনের ওই লড়াইয়ে একে অপরের বহু যোদ্ধাকে হতাহত করেছে তারা। খবর রয়টার্সের। 

কয়েকটি এলাকা দখলের দাবি করে তালেবান বলেছে, মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ফ্রন্টের দাবি, পাঞ্জশির তাদের দখলে আছে। সব প্রবেশদ্বার তারা রক্ষা করতে পেরেছে। তালেবান কয়েকশ যোদ্ধাকে হারিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ‌তাদের যোদ্ধারা পাঞ্জশিরে প্রবেশ করে কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। ‌‘স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করেছি। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

কিন্তু ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্টের (এনআরএফ) এক মুখপাত্র বলেছেন, পাঞ্জশিরের সব গিরিপথ ও প্রবেশপথ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং উপত্যকার প্রবেশমুখের জেলা শোতুল দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়ে তালেবানকে হটিয়ে দিয়েছে তারা।

আফগানিস্তানে শুধু পাঞ্জশিরের দখল তালেবান নিতে পারেনি। আহমেদ মাসুদ, সাবেক আফগান সেনা ও স্থানীয় কয়েক হাজার মিলিশিয়া তালেবানের সঙ্গে লড়াই করছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ ও তার অনুগত বাহিনীও মাসুদের সঙ্গে যোগ দিয়েছে।

অতীতে আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত ও তালেবানের সঙ্গে লড়েছিলেন। সোভিয়েত কিংবা তালেবানের কেউই পাঞ্জশির দখল করতে পারেনি। তাকে বলা হতো পাঞ্জশিরের সিংহ। এবার তার ছেলে আহমেদ মাসুদ তালেবানের সঙ্গে লড়ছেন।

৩২ বছর বয়সী আহমেদ মাসুদের লড়াইয়ের কোনো অভিজ্ঞতাই নেই। তিনি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। তবে তিনি সেনার প্রশিক্ষণ নিয়েছেন। তিনিই এখন তালেবান বিরোধীদের বড় ভরসা। নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্টের।

তবে তালেবান এখন অতীতের থেকেও শক্তিশালী। তারা পাঞ্জশির ঘিরে রেখেছে। সেখানে খাবারসহ কোনো কিছু তালেবান যেতে দিচ্ছে না। তালেবান এখন মাসুদের বাধা টপকে পাঞ্জশির উপত্যকায় ঢোকার চেষ্টা করছে। তবে এখনো সফল হতে পারেনি। 

এএস