প্রতীকী ছবি

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বাঘের আক্রমণে ফের প্রাণ হারালেন এক ভারতীয় জেলে। তার সন্ধান মেলেনি এখনও। তবে কোনও রকমে প্রাণে বেঁচে গেছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়ীপুর গ্রামে। 

নিহত জেলের নাম দারিক মণ্ডল। ঘটনার দিন সকালে নারীসহ দুইজনকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফিরলেন না। কেন? নদীতে যখন কাঁকড়া ধরছিলেন, তখন ওই তিন জেলের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘ।

নৌকা থেকে দারিক মণ্ডলকে তুলে নিয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার। বাঘের সঙ্গে লড়াই করবে কে! বাকি দুজনের চোখের সামনেই ওই জেলেকে নিয়ে জঙ্গলে চলে যায় বাঘটি। 

এখনও পর্যন্ত দারিক মণ্ডল দেহের সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে ভারতের বন দফতর। জেলেদের দলটি গভীর জঙ্গলে ঢোকার অনুমতি ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনে কাঁকড়া কিংবা মাছ ধরতে গিয়ে প্রায় বাঘের হামলার মুখে পড়তে হয় জেলেদের। 

ওএফ