বিলুপ্তির হাত থেকে হাঙর-কোমোডো ড্রাগনকে রক্ষায় বৈশ্বিক পদক্ষেপ এখনই জরুরি। সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার (আইসিইউএন)। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

আইসিইউএন একটি সমীক্ষা করে বিপন্ন সামুদ্রিক জীবের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে প্রথম স্থানে রয়েছে হাঙর। প্রতিবেদনে বলা হয়েছে, হাঙরের ৩৭ শতাংশ প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, হাঙরের যথেচ্ছ মাত্রায় শিকার এবং দ্বিতীয়টি হলো জলবায়ু পরিবর্তন এবং হাঙরের বিচরণ ক্ষেত্রের ক্রম সংকুচিত হয়ে পড়া।

শুধু হাঙর নয়, আইসিইউএন-এর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে কোমোডো ড্রাগনের নাম। সমীক্ষায় বলা হয়েছে, সমুদ্রের জলস্তর বাড়তে থাকায় কোমোডো ড্রাগনের বাসস্থানের ওপর ব্যাপক প্রভাব পড়বে। যার ফলে আগামী ৪৫ বছরের মধ্যে কোমোডো ড্রাগনের ৩০ শতাংশ বাসস্থান পানির নিচে চলে যাবে। এতে করে এই ড্রাগনেরও অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে।

আশার কথা, টুনা মাছ যেভাবে বিপন্ন তালিকায় ঢুকেছিল, সেই তালিকা থেকে বেরিয়ে এসেছে। আটলান্টিক ব্লু ফিন টুনা বিপন্নের তালিকা থেকে সামান্য উদ্বেগজনকের তালিকায় ঢুকেছে। সাদার্ন ব্লু ফিন টুনা অতি বিপন্ন থেকে বিপন্নের তালিকায় এসেছে।

এএস