পোশাকের বিষয়ে এমপিদের সতর্কবার্তা ব্রিটিশ স্পিকারের
ব্রিটেনের পার্লামেন্টের স্পিবার স্যার লিন্ডসে হোয়েল
গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার থেকে ব্রিটেনের আইনসভা হাউস অব কমন্সের অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশন শুরুর আগেই পার্লামেন্টে আসতে ইচ্ছুক আইনপ্রণেতাদের পোশাকের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল।
সতর্কবার্তায় হোয়েল বলেন, ‘আইনপ্রণেতাদের সবাইকেই পার্লামেন্ট অধিবেশনের উপযোগী যথাযথ পোশাক পরে আসতে বলা হচ্ছে। এক্ষেত্রে কোনো আইনপ্রণেতা কোনো প্রকার শিথিলতা প্রদর্শণ করলে তা পার্লামেন্টের বিধিবিধানবিরোধী আচরণ বলে গণ্য করা হবে।’
বিজ্ঞাপন
সতর্কবার্তায় স্পিকার আরও বলেন, ‘দেশের আইন, সংবিধান, পার্লামেন্ট ও পার্লামেন্ট ভবনের প্রতি সম্মান বজায় রাখা সব এমপির কাছ থেকেই প্রত্যাশিত। আপনার/ আপনাদের পোশাকের মাধ্যমে সেই সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হবে না বলে আমরা আশা করছি।’
হাউস অব কমন্সের এক কর্মকর্তা এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, মহামারি প্রতিরোধে দীর্ঘদিন লকডাউনে ছিল যুক্তরাজ্য। এই সময়সীমার মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসেছে ভার্চুয়াল প্ল্যাটফরমে।
বিজ্ঞাপন
অনলাইন প্ল্যাটফরমে পোশাকের কোনো বাধ্যবাধকতা না থকায় এমপিরা সাধারণ পোশাক পরেই অংশ নিয়েছেন সে সব অধিবেশনে।
ওই কর্মকর্তা বলেন, ‘কিন্তু এখন লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ শিথিল করায় যেহেতু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে ব্রিটেন, তাই আইনপ্রণেতাদের সচেতন করতেই এই সতর্কবার্তা দিয়েছেন স্পিকার।’
এসএমডব্লিউ