চমৎকার এক জিনিসের সন্ধান পেয়েছেন এক ডাচ বিজ্ঞানী। সেটি হলো একটি হাঁসের ডাক। বলা যেতেই পারে যে এতে চমকের কী আছে? চমকের বিষয়টি হচ্ছে সেই মাস্ক হাঁসটি স্পষ্ট উচ্চারণ করছে, ‘ইউ ব্লাডি ফুল!’ এটি মানুষের থেকেই শিখেছে হাঁসটি।

এর আগে হাঁসটি ছিল অস্ট্রেলিয়ার একটি পাখি উদ্যানে। ধারণা করা হচ্ছে সেখানে থাকার সময় এই বুলি শিখেছে হাঁসটি। আর সেটা উচ্চারণে অস্ট্রেলীয় প্রভাব রয়েছে বলে মনে করছেন এই বিজ্ঞানী। হাঁসটির পুরনো একটি রেকর্ডিং খুঁজে পেয়েছেন তিনি।

নকল করতে পটু লেইডেন ইউনিভার্সিটির বিজ্ঞানী কারেল টেন কাটে জানান, ওই পাখিটির স্বর শুনতে দারুণ লেগেছে। পাখিটির নাম রিপার। বেশিকিছু বলা নেই। তবে সেটি মানুষের গলা নকল করতে বেশ পটু।

মানুষের মুখ থেকে শুনে তিনি জানান, এ নিয়ে কোনো সন্দেহ নেই, পাখিটি মানুষের মুখ থেকে শোনা শব্দই রপ্ত করেছে। তবে এর উচ্চারণ অনেকটা অদ্ভুত। অনেকটা অস্ট্রেলীয় উচ্চারণ। আমি জানি না। 
নেদারল্যান্ডের ফিলোসফিক্যাল ট্রানজেকসশনস অব রয়্যাল সোসাইটি পত্রিকায় হাঁসটির খোঁজের বিষয়ে লিখেছেন বিজ্ঞানী কারেল টেন কাটে।

এমএইচএস