মৃত্যুর পর দেখতে দেখতে কেটে গেছে চারটি মাস। পরিবার-পরিজন সবাই সেই বাস্তবতা মেনে মৃত্যুর শোক ভুলে পুরোনো জীবনধারায় ফিরেছে। এরমধ্যেই ঘটে গেল অদ্ভূত এক কাণ্ড। 

হঠাৎ মৃতার স্বজনরা জানতে পারলেন, মৃত্যুর চারমাস পর টিকা নিয়েছেন তিনি। এতে কিছুটা অবাক হন তারা। এরপর খোঁজ নিলে আসল ঘটনা প্রকাশ্যে আসে। 

উত্তরপ্রদেশের মিরাটের সরধানা এলাকায় থাকতেন ফারহা। চার মাস আগে তার মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর তার ভাই ওয়াসিমের মোবাইলে একটি সরকারি মেসেজ আসে। যাতে বলা হয়, তার বোন ফারহার টিককরণ সফল হয়েছে। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও, এরপর বিষয়টি বুঝতে পারেন। তার বোনের আধার কার্ড ব্যবহার করে কেউ এই কাজ করেছে, এটা বোঝেন তিনি।

স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে যান ওয়াসিম। বোনের ডেটথ সার্টিফিকেটও দেখান। অভিযোগ এরপরও কোনো সাহায্য মেলেনি। এমনকী এই বিষয়ে মুখ খোলেনি স্বাস্থ্য অধিদফতরের আধিকারিকরাও।

এনএফ