আফগানিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল হলে দেশটিকে আরও বেশি পরিমাণে সহায়তা প্রদান করবে চীন। শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই কোঅপরাশেন অর্গানাইজেশনের সম্মেলনে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিং বলেন, ‘আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার যদি সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে আন্তরিক হয়, তাহলে চীন আরও বেশি পরিমাণে সহায়তা প্রদান করবে।’

‘পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তানে একটি অন্তর্ভূক্তিমূলক জাতীয় সরকার দেখতে চায়। আমরা আশা করছি, আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার এই বিষয়টিতে মনোযোগ দেবে।’

গত ১৫ আগস্ট কাবুল জয়ের পর চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান; কিন্তু সেই সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো রাষ্ট্র।

উপরন্তু, তালেবান ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের যে অর্থ জমা ছিল, তা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে আফগানিস্তানে। দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের খাদ্য অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেয় চীন। গত ৯ সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জরুরি সহায়তা হিসেবে আফগানিস্তানে ৩ কোটি ১০ লাখ ডলার, ৩০ লাখ করোনা টিকার ডোজ ও খাদ্য সামগ্রী দ্রুত পাঠানো হবে।

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ