দিল্লিতে ‘হাজারা গণহত্যা’ স্মরণ শিক্ষার্থীদের
নয়াদিল্লিতে সার্ক অর্থায়নে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের আফগান শিক্ষার্থীদের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর ‘হাজারা কালো দিবস’ পালিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আকবর ভবনে ক্যাম্পাসের লনে দিবসটি উপলক্ষে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে আফগানিস্তানসহ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্মরণসভায় আফগান শিক্ষার্থী রেজা এহসান ‘হাজারা গণহত্যা ও ২৫ সেপ্টেম্বর কালো দিবস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।
রেজা বলেন, হাজারা জনগোষ্ঠী ১৮৯০ সালে গণহত্যার শিকার হয়। এটা ছিল জাতিগত নিধনযজ্ঞ, যদিও গণহত্যা হিসেবে এই ঘটনাকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বিশ্বের উচিত হাজারা গণহত্যাকে স্বীকৃতি দেওয়া, কারণ গণহত্যার সবকিছু ঘটেছে হাজারা গণহত্যায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য হাজারা জনগোষ্ঠী আফগানিস্তানের তৃতীয় বৃহৎ নৃতাত্ত্বিক গোষ্ঠী। হাজারা শিয়া সম্প্রদায়ের এবং ১২ ইমামে বিশ্বাস করে। বর্তমানে আফগানিস্তানে ৭-৯ লাখ হাজারা জনগোষ্ঠীর বসবাস। আফগানিস্তানের বাইরে পাকিস্তান, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ ও ইন্দোনেশিয়ায় হাজারা জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
বিজ্ঞাপন
হাজারা লেখক সৈয়দ আসকার মসুভীর মতে, ১৮৯০ সালের ২৫ সেপ্টেম্বর আমির আবদুর রহমান খান হাজারা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালান। এতে অর্ধেকের বেশি হাজারাকে হত্যা করা হয়।
এনএফ